অস্ট্রেলিয়া সফরেও নেই আরভিন, ফিরলেন মুজারাবানি

blessing muzarabani
দলে ফিরলেন ব্লেসিং মুজারাবানি। ফাইল ছবি

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খর্ব শক্তির দল নিয়েও সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে, পরে ভারতের বিপক্ষে এক ম্যাচে জাগায় জেতার সম্ভাবনা। এবার অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন রেজিস চাকাভা, সিকান্দার রাজারা। হ্যামস্ট্রিংয়ের চোটে গুরুত্বপূর্ণ এই সিরিজেও দলে নেই নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে চোট কাটিয়ে ফিরেছেন পেসার ব্লেসিং মুজারাবানি।

২০০৩-২০০৪ মৌসুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন চাকাভা। ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে কেউ বাদ পড়েননি, যুক্ত হয়েছেন মুজারাবানি।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি জেতার অনেক সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। দুর্দান্ত ছন্দে থাকা রাজার সেঞ্চুরিতে কাছে গিয়েও ১৩ রানে হারে তারা। এর আগে রাজা-চাকাভার দাপটে বাংলাদেশকে সিরিজ হারায় ২-১ ব্যবধানে।

সর্বশেষ ছয় ম্যাচে তিন সেঞ্চুরি করা রাজা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও হতে পারেন দলের ট্রাম্পকার্ড। ২০০৩-০৪ মৌসুমে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় সফর করেছিল জিম্বাবুয়ে। সেই সিরিজে ৩৮০ রানের ইনিংস খেলে ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড ভেঙ্গে দিয়েছিলেন ম্যাথু হেইডেন। লারা অবশ্য কয়েক মাস পরই রেকর্ড পুনরুদ্ধার করে খেলেছিলেন ৪০০ রানের ইনিংস।

সেই সফরে দুই টেস্টের পাশাপাশি ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলেছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে  সবশেষ ওয়ানডে খেলেছিল ২০১৪ সালে। ঘরের মাঠে সে সিরিজের এক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার  সুখস্মৃতি আছে তাদের।

টাউনসভিলে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে ২৮ অগাস্ট, ৩১ অগাস্ট দ্বিতীয় ও ৩ সেপ্টেম্বর হবে শেষ ম্যাচ। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্যাট কামিন্স ছাড়া সেরা একাদশের সব তারকাকেই স্কোয়াডে রেখেছে অজিরা।

জিম্বাবুয়ে স্কোয়াড: রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক), ব্রেড ইভান্স, লুক জঙ্গুই, ইনোসেন্ট কাইয়া, তাকুদওয়ানশে কাইটানো, ক্লাইভ মানদানে, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানশে মারুমানি, টোনি মনুউইঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচিত, সিকান্দার রাজা, শন উইলিয়ামস।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, আস্টন অ্যাগার, আলেক্স কেয়ারি, ক্যামরন গ্রিন, জশ হ্যাজেলউড, মারনাশ লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

7h ago