টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁহাতি তারকা অলরাউন্ডার দশ ওভারের ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি আসরে খেলতে মুখিয়ে আছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব।
টি-টেন লিগের ষষ্ঠ আসরে এবার অংশ নেবে ছয়টি দল। আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।
নতুন চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত সাকিব লিখেছেন, 'টি-টেন লিগের পরবর্তী মৌসুমে একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারাটা সব সময়ই একটি সুন্দর অনুভূতি। একটি নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।'
২০১৭ সাল থেকে আয়োজিত হয়ে আসছে আবুধাবি টি-টেন লিগ। আসরটির আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
৩৫ বছর বয়সী সাকিব সম্প্রতি তৃতীয় দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন। টেস্ট দলের নেতৃত্ব তার কাঁধে রয়েছে আগে থেকেই।
কেবল সাকিব নয়, আরও কয়েকজন নামি-দামি ক্রিকেটারকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার কলিন মুনরো ও ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস। তাদের পাশাপাশি রয়েছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা।
Comments