অ্যান্ডারসনের অন্যরকম সেঞ্চুরি

বয়সটা ৪০ পার হয়েছে। ক্রিকেট মাঠে এখনও যেন তরুণের মতোই খেলে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। তাতে আরও একটি রেকর্ড গড়ে ফেললেন এ পেসার। ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নিজ দেশে ১০০টি টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়লেন তিনি।

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসনের শততম ম্যাচ। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে ৭২জন খেলোয়াড় ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেও ঘরের মাঠে এমনটা পারেননি আর কেউই।

তবে সবমিলিয়ে এখনও শচিন টেন্ডুলকারের অনেক পেছনেই আছেন অ্যান্ডারসন। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর এ ইংলিশ পেসার এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ১৭৪টি। তার সামনে থাকা শচীন টেন্ডুলকার একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন ২০০টি টেস্ট। তবে ভারতের মাটিতে ৯৪টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার।

অ্যান্ডারসনের মতো তার আরেক সতীর্থ স্টুয়ার্ট ব্রডও এগিয়ে যাচ্ছেন অনন্য এই সেঞ্চুরির দিকে। এরমধ্যেই ৯১টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আছেন তালিকার চতুর্থ স্থানে। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং নিজ দেশে খেলেছেন ৯২টি টেস্ট ম্যাচ।

ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়ের তালিকা 

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)*   ১০০

শচীন টেন্ডুলকার (ভারত)          ৯৪

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)              ৯২

স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)*   ৯১

অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)*         ৮৯

*এখনো খেলছেন

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago