রোনালদোর রেকর্ড স্পর্শ করা অসম্ভব, বলছেন বেনজেমা

karim benzema
উয়েফা বর্ষসেরা ফুটবলারের ট্রফি হাতে করিম বেনজেমা। ছবি- টুইটার

স্বপ্নের মৌসুম শেষে বর্ষসেরা ফুটবলারের প্রধান দাবিদার ছিলেন তিনিই। অনুমিতভাবেই উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদে একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় থাকতে হয়েছে তাকে। রোনালদো চলে যাওয়ার পর তিনিই রিয়ালের প্রধান তারকা। সেই ছাপ রেখেছেন গোলসংখ্যাতেও। তবে রোনালদো যেখানে নিজেকে রেখেছেন সেই রেকর্ড স্পর্শ করা অসম্ভবই মনে হচ্ছে তার।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৪১ গোলের মালিক রোনালদো। এখনো খেলা চালিয়ে যাওয়া এই পর্তুগিজ গ্রেট সংখ্যাটা আরও বাড়াতে পারেন।

চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরে সর্বোচ্চ ১৫ গোল করেন বেনজেমা। মৌসুম জুড়ে সব মিলিয়ে করেন ৪৬ বলে ৪৪ গোল। অর্থাৎ খেলতে নামলেই বল জালে ঢুকানোর পরিস্থিতি তৈরি করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ৮৬ গোল করা বেনজেমা রোনালদোর ১৪১ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশা করেন না। এজন্য তার কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের চিন্তাই আগে,  'ক্রিস্টিয়ানো রোনালদো আমাকে অনেক সাহায্য করত। তার সঙ্গে আমার রসায়ন অন্যরকম ছিল। সে চলে যাওয়ার পর আমার গোল সংখ্যা বেড়েছে, রিয়ালের কিংবদন্তিদের কাছে আসতে পেরেছি। তবে রোনালদোর গোল সংখ্যা স্পর্শ করা অসম্ভব ব্যাপার। এজন্য আমি কেবল দলের জয় নিয়েই ভাবি। তবে বিশ্বকাপ ও ব্যালন ডি'অর জেতার ইচ্ছা আছে। '

'৩৪ বছর বয়েসেও ভাল খেলছি। আমার নিজের কাছে এটাই ছিল সেরা মৌসুম। দলকে কীভাবে জেতাতে পারব এই চিন্তা নিয়েই মাঠে নামি। ব্যক্তিগত সাফল্যের থেকে দলের জয় আগে।'

ফ্রান্স ও রিয়ালের হয়ে এক দারুণ এক মৌসুম কাটান বেনজেমা। ৪৮টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার জাদুকরী পারফরম্যান্সে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতে নেয় রিয়াল মাদ্রিদ। আর ফ্রান্সকে তিনি জিতিয়েছেন উয়েফা নেশন্স কাপ।

আসছে বিশ্বকাপে বেনজেমা থাকবেন দর্শকদের আগ্রহের শীর্ষে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago