এশিয়া কাপের ছয় দলের স্কোয়াড

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে আগামীকাল শনিবার থেকে।
ছবি: টুইটার

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে আগামীকাল শনিবার থেকে। টি-টোয়েন্টি সংস্করণের এই আসরে এবার অংশ নিচ্ছে ছয়টি দল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান মোকাবিলা করবে শ্রীলঙ্কাকে। দুবাইতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

'এ' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও বাছাইপর্বের বাধা পেরিয়ে আসা হংকং। 'বি' গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী বাংলাদেশ। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে। ওই পর্ব শেষে সেরা দুটি দল আগামী ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে।

এশিয়া কাপের ছয় দলের স্কোয়াড:

গ্রুপ এ:

ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, দীপক হুডা, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেশ খান।

স্ট্যান্ডবাই:
শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।

পাকিস্তান:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির, মোহাম্মদ কাদির।

হংকং:
নিজাকাত খান (অধিনায়ক), কিঞ্চিত শাহ, জিশান শাহ, হারুন রশিদ, বাবর হায়াত, আফতাব হুসেইন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাককিচনি, গাজানফার মোহাম্মদ, ইয়াসিম মুর্তজা, ধনঞ্জয় রাও, ওয়াজিদ শাহ, আয়ুশ শুক্লা, আহান ত্রিবেদী, মোহাম্মদ ওয়াহেদ।

গ্রুপ বি:

বাংলাদেশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ।

আফগানিস্তান:
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আহমাদউল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন উল হক, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি।

স্ট্যান্ডবাই:
নিজাত মাসুদ, কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ।

শ্রীলঙ্কা:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থাকসিনা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রভিন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, নুভানিদু ফার্নান্দো, নুয়ান থুসারা, দিনেশ চান্দিমাল।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago