ফাইনাল জিতলে এক ভক্তকে উপহার দেবেন, কথা দিলেন রোহিত

দলের অনুশীলন শেষে তখন হোটেলে ফিরবেন রোহিত শর্মা। এক ঝাঁক সমর্থক তখন ঘিরে ধরেন তাকে। কারো আবদার অটোগ্রাফ, কারো ফটোগ্রাফ। এরমধ্যে একজনের আবদার একটু বেশি। রোহিতের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি চেয়ে বসেছেন তিনি। ভারতীয় অধিনায়ক সেই ভক্তকে অবশ্য কথা দিলেন, এশিয়া কাপ জিতলে তার চাওয়া পূরণ করবেন।

জার্সি চেয়ে আবদার করা ভক্তকে প্রথমে রোহিত বলেন, 'দিব, দিব নিশ্চয়ই দিব।' সেই ভক্ত আবার জানতে চান, 'রোহিত ভাই কখন দেবেন?' জবাবে রোহিত জানান ফাইনাল শেষের কথা,  'আরে আসরটা তো শেষ হতে দে ভাই।' 

দলের সাপোর্ট স্টাফের এক সদস্যও তখন বলেন, ফাইনাল জিতলে দেওয়া হবে জার্সি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি শহরেই ভারতীয় প্রবাসীদের দাপট। দুবাইতে বাস করেন বিপুল সংখ্যক ভারতীয়। প্রতিদিনই ভারতের অনুশীলনে হাজির হয়ে নানান দাবি জানিয়েছেন তারা।

দুবাইতে গেল বছর অবশ্য হতাশ করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরে যায় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। তবে এশিয়া কাপে আগের সেই স্মৃতি মাথায় আনতে চান না রোহিত। সংবাদ সম্মেলনে জানালেন তারা আছেন দারুণ আবহে,  'দলের আবহ দারুণ। এটা একটা নতুন টুর্নামেন্ট, নতুন শুরু হবে। আগে কি হয়েছে তা নিয়ে ভাবার কোন দরকার নাই। দল কীভাবে সামনে এগুতে পারে সেটাই ভাবছি।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago