মোস্তাফিজ সেরা অবস্থায় আছে: শ্রীরাম

Sridharan Sriram & Mustafizur Rahman

ঘরের মাঠে মোস্তাফিজুর রহমান যেমন ধারালো ও কার্যকর, দেশের বাইরে গেলে থাকে না সেই ছাপ । বল গ্রিপ করে না এমন সব উইকেটে বেশ বিবর্ণ এই বাঁহাতি পেসার। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে ছিলেন খরুচে। তবে নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম মনে করেন, আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সেরা অবস্থায় আছেন এই পেসার।

টি-টোয়েন্টিতে সবশেষ ১৪টি ইনিংস বল করে মোস্তাফিজ উইকেট নিয়েছেন ৯টি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টি-টোয়েন্টিতে ছিলেন উইকেটশূন্য। এক ম্যাচে ৪ ওভারে দিয়েছিলেন ৩৭, আরেক ম্যাচে ২ ওভারে ২৭ রান দিয়ে আর বল পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে দিয়ে দেন ৫০ রান। বাকি দুই ম্যাচে তুলনামূলক ভাল বল করেছেন।

ঘরের বাইরে প্রায়ই ওভারপ্রতি দশের বেশি রান দেওয়ায় মোস্তাফিজের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে শ্রীরাম এমন কোন শঙ্কা দেখছেন না। অনুশীলনে মোস্তাফিজকে দেখে মনে হয়েছে সেরা অবস্থায় আছেন এই বাঁহাতি পেসার।

বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় বল ভেতরে আনার দক্ষতা নাকি বেশ রপ্ত করে নিয়েছেন,  'ও নেটে যেমন বল করেছে, নতুন বলে সুইং করাচ্ছে, ডানহাতিদের বেলায় বল ভেতরে ঢোকাচ্ছে। আমি মনে করে সে খুব বিপদজনক একজন। যখন দেখা যায় ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় বল ভেতরে আনতে পারছে, তখন আশা করা যায় সেরাটা পাওয়া যাবে। আমি মনে করি সে সেরা অবস্থায় আছে।'

গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রত্যাশা অবশ্য মেটাতে পারেননি মোস্তাফিজ। ৪ ম্যাচে স্রেফ ২ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ১০ রানের বেশি করে দিয়ে। এবার এশিয়া কাপে তার নিজেকে প্রমাণের পালা।

Comments