সিরিআয় দিবালার সেঞ্চুরি

মোনজার বিপক্ষে মাঠে নামার আগেই রোমার হয়ে তিন ম্যাচ খেলেছিলেন পাওলো দিবালা। দারুণ পারফরম্যান্সে গোলে সহায়তা করলেও নিজে গোল করতে পারেনি। আগের দিন মোনজার বিপক্ষেই পেলেন জোড়া গোল। তাতে অনন্য এক সেঞ্চুরি পূরণ করলেন এ আর্জেন্টাইন তারকা। সিরিআয় এখন তার গোল সংখ্যা ১০০।

রোমের স্তাদিও অলিম্পিকোতে সিরিআর ম্যাচে মোনজার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে এএস রোমা। ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই দুটি গোল করেন দিবালা। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজের গোলে বড় জয়ই পায় দলটি। তাতে সিরি আর শীর্ষে উঠেছে জোসে মরিনহোর দল।

আগের দিন মোনজার বিপক্ষে নিজের ২৭৫তম ম্যাচে মাঠে নামেন দিবালা। ম্যাচের ১৮তম মিনিটে ট্যামি আব্রাহামের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে নিজের প্রথম গোল করেন তিনি। এরপর ৩২তম মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আব্রাহামের শট গোলরক্ষক ঠেকালে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান এ আর্জেন্টাইন। যা এ আসরে তার শততম গোল।

নিজের একশ গোলের মধ্যে সর্বাধিক ৮২টি গোল করেছেন জুভেন্টাসের জার্সি গায়ে। এর জন্য ২১০টি ম্যাচ খেলতে হয়েছে তাকে। এর আগে পালের্মোর হয়ে ৬১ ম্যাচে করেছেন ১৬টি গোল। আর রোমার হয়ে চার ম্যাচ খেলে পেয়েছেন দুটি। তবে ক্লাব ফুটবলে সবমিলিয়ে ৪৩০ ম্যাচে ১৫৫টি গোল তার।

২০১২ সালে সিরিআর ক্লাব পালের্মোয় যোগ দেন দিবালা। সেবারই সাম্পাদোরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে সিরিআয় নিজের প্রথম গোল করেন এ আর্জেন্টাইন। তখন তার বয়স ছিল ১৮ বছর ১১ মাস ২৭দিন। এরপর আরও দুটি ক্লাবের হয়ে খেললেও আছেন সিরিআতেই।

সিরিআয় ১০০ গোলের সঙ্গে ৫২টি অ্যাসিস্টও রয়েছে দিবালার। একবিংশ শতাব্দীতে এ আসরে অষ্টম খেলোয়াড় হিসেবে কমপক্ষে একশ গোলের পাশাপাশি পঞ্চাশটি অ্যাসিস্ট করার রেকর্ডে নাম লেখালেন এ আর্জেন্টাইন।

Comments

The Daily Star  | English

Political clashes, mob attacks leave 25 dead in July 2025: MSF

The report, based on news from 18 media outlets and verified by rights activists, also noted an alarming rise in mob attacks, recording 51 incidents last month

14m ago