বাঁচা-মরার লড়াইয়ে তিন বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Dasun Shanaka & Shakib Al Hasan
ছবি: বিসিবি

দুই দলই আফগানিস্তানের কাছে হেরে চলে গেছে ব্যাকফুটে। সুপার ফোরে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যটা পক্ষে আসেনি সাকিব আল হাসানের। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।  

টস জিতলে বাংলাদেশ অধিনায়ক সাকিবও আগে ফিল্ডিং করতেন বলে জানিয়েছেন। মাঠের লড়াইয়ে নামার আগে দুদলই হাওয়া গরম করেছে কথার লড়াইয়ে। মাঠের লড়াই নিয়ে তাই দর্শকদের মধ্যে টানটান উত্তাপ।

আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মূলত ডুবতে হয়েছিল বাংলাদেশকে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে একাদশে  তিন বদল এনেছে দল। নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে বসিয়ে ওপেনার হিসেবে খেলানো হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে রাখা হয়েছে পেসার ইবাদত হোসনকে। ডানহাতি পেসারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার একাদশে এসেছে এক বদল। মহেশ পাথিরানার বদলে একাদশে এসেছেন আসিতা ফার্নেন্দো। টেস্টের অভিজ্ঞতা থাকা এই পেসারেরও এটি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, দাসুনকা গুনেথিলেকা, ভানুকা রাজাপাকসে, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে মাহেশ থিকসেনা, দিলশান মধুশঙ্কা, আসিতা ফার্নেন্দো।

 

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago