রাবিতে নাট্য সংগঠন এপিকের চতুর্থ সাংস্কৃতিক উৎসব

ছবি: এপিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্য সংগঠন এপিকের চতুর্থ সাংস্কৃতিক উৎসব 'এপিক চ্যাপ্টার ফোর' অনুষ্ঠিত হয়েছে।

বৃ্হস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ৩ ঘণ্টাব্যাপি এই শো অনুষ্ঠিত হয়।   

উৎসবে একটি ইংরেজি মঞ্চ নাটক, একটি বাংলা মঞ্চ নাটক প্রদর্শিত হয়। সঙ্গে ছিল গান এবং নৃত্য পরিবেশনা।

ইংরেজি নাটক হিসেবে মঞ্চায়িত হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক 'অ্যা মিডসামার নাইটস ড্রিম', যার মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন সামিন ইয়াসার নাফি।

ছবি: এপিক

বাংলা নাটক ছিল সৈয়দ ইকরামুল হাসানের গল্পে ও ইফতেখারুল ইসলাম ফামিনের চিত্রনাট্য ও পরিচালনায় 'পুনর্জাগরণ'। দেশভাগের পটভূমিতে রচিত এই নাটকে গ্রামের নিরীহ সাধারণ মানুষের ওপর আরোপিত সাম্প্রদায়িকতার প্রভাব ও কুফল তুলে ধরা হয়েছে।

এ ছাড়া, হোসেইন এ ফরহাদের নির্দেশনায় গান এবং মার্সিয়া তেরেসা কস্তার নির্দেশনায় নাচ অনুষ্ঠিত হয়।

'আর্ট ইজ লিবার্টি' এই স্লোগান নিয়ে ২০১৭ সাল থেকে নাট্য সংগঠন এপিক কাজ করছে। 

Comments

The Daily Star  | English

Admin officials, law enforcers involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago