দুঃসময়ে কেবল ধোনির বার্তা পেয়েছিলেন কোহলি

Virat Kohli & MS Dhoni
বিরাট কোহলি ও এমএস ধোনি। ফাইল ছবি

ব্যাট রানখরার পর থেকেই চরম বাজে সময় পার করছিলেন বিরাট কোহলি। তার কাছ থেকে যখন সীমিত ওভারের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন। এমন প্রতিকূল অবস্থায় প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে কেবল মহেন্দ্র সিং ধোনিকে পাশে পেয়েছিলেন তিনি।

বাজে ছন্দ পার করে এবার এশিয়া কাপে রানে ফিরেছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে দলকে টেনে ৪৪ বলে করেন ৬০ রান। যদিও ১৮১ রান করেও এক বল আগে তার দল হেরে যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে পুরনো প্রসঙ্গেরও উত্তর দেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। তার বাজে ফর্ম নিয়ে নানান সময়ই সুনিল গাভাস্কার, কপিল দেবদের মতো সাবেকরা মন্তব্য করেছেন গণমাধ্যমে। গাভাস্কার কোহলিকে দিতে চেয়েছেন পরামর্শ।

এসব নিয়ে কথা উঠলে কোহলি জানান, ধোনি ছাড়া আর কেউই তার সঙ্গে যোগাযোগ করেননি,  'আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি কেবল একজন প্রাক্তন ক্রিকেটারের মেসেজই আমি পেয়েছিলাম, যার সঙ্গে আমি খেলেছি। এটা হচ্ছে এমএস ধোনি। অনেক লোকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু যোগাযোগ করেছিলেন কেবল ধোনি।'

'টিভিতে অনেক লোক পরামর্শ দেন। কিন্তু উনাদের মধ্যে  যাদের কাছে আমার নম্বর ছিল তাদের থেকে তো বার্তা পাইনি। ব্যাপারটা হচ্ছে যখন শ্রদ্ধার সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তখন এটা দৃশ্যমান হয়।'

মাস তিনেক আগে গাভাস্কার জানান, কোহলির সমস্যা তিনি ধরতে পেরেছেন। তার সঙ্গে ২০ মিনিট অন্তত কথা বলতে চান, সমস্যা কাটিয়ে দিতে চান। এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে কোহলি জানান, কেউ মন থেকে পরামর্শ দিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারত,  'আমি যখন কাউকে কিছু বলতে চাইব তার সঙ্গে সরাসরি কথা বলব। আপনি যদি পুরো দুনিয়ার সামনে পরামর্শ দেন এটা আমার কাছে কোন মূল্য তৈরি করে না। আপনি যদি সত্যিই আমার উন্নতি চান তাহলে ব্যক্তিগতভাবে কথা বলতে পারতেন। আমি সততা নিয়ে বাস করি। আমি এভাবেই দেখি।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago