‘কোহলি কেমন ম্যাসেজ আশা করেছিলেন,’ গাভাস্কারের প্রশ্ন

Sunil Gavaskar and Virat Kohli
ছবি- সংগ্রহ

'টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কেবল এমএস ধোনি আমাকে  ম্যাসেজ  করেছিলেন, অনেকের কাছে নম্বর থাকলেও তারা কেউ করেননি।' সম্প্রতি দুঃসময় নিয়ে বিরাট কোহলির এই কথার পাল্টা জবাব দিয়েছেন সুনিল গাভাস্কার। তার প্রশ্ন, কোহলি আসলে কিরকম বার্তা আশা করেছিলেন। কাদের থেকে যোগাযোগ আশা করেছিলেন, সেই নামগুলোও জানাতে বলেছেন তিনি।

গত রোববার পাকিস্তানের  বিপক্ষে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন কোহলি। ম্যাচ যদিও এক বল আগে হেরে যায় ভারত। ওই ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বিস্ফোরক মন্তব্য করেন কোহলি।

সাবেক ক্রিকেটারদের অনেকে টিভির টক শোতে নানান পরামর্শ দিয়ে বেড়ালেও কেউ তার পাশে ছিলেন না বলে জানান তিনি। কেবল ধোনি ওই সময় যোগাযোগ করেছিলেন। কোহলি বলেছিলেন, 'আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি কেবল একজন প্রাক্তন ক্রিকেটারের মেসেজই আমি পেয়েছিলাম, যার সঙ্গে আমি খেলেছি। এটা হচ্ছে এমএস ধোনি। অনেক লোকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু যোগাযোগ করেছিলেন কেবল ধোনি।'

'টিভিতে অনেক লোক পরামর্শ দেন। কিন্তু উনাদের মধ্যে  যাদের কাছে আমার নম্বর ছিল তাদের থেকে তো বার্তা পাইনি। ব্যাপারটা হচ্ছে যখন শ্রদ্ধার সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তখন এটা দৃশ্যমান হয়।'

মাস তিনেক আগে গাভাস্কার একটি গণমাধ্যমে জানিয়েছিলেন, রান খরায় থাকা কোহলির সমস্যা ধরতে পেরেছেন তিনি। ২০ মিনিট কথা বলতে পারলে দিতেন সমাধান।

অনেকে মনে করছেন গাভাস্কারসহ সমালোচনা করা সাবেকদের দিকেই ইঙ্গিত করেছেন ভারতের চ্যাম্পিয়ন ব্যাটার। সোমবার স্পোর্টস টকের সঙ্গে আলোচনায় গাভাস্কার কোহলির মন্তব্যকে খণ্ডন করেন শ্লেষাত্মক সুরে, 'এটা  বলা কঠিন কোহলি আসলে কার কথা বলছে? সে যদি কোন নাম বলত তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা যেত, যে আপনি যোগাযোগ করেছেন কিনা। আমি যেটা শুনলাম সে বলল টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কেবল এমএস ধোনি ওকে ফোন করেছে।'

'সে যদি সাবেক খেলোয়াড়দের কথা বোঝায়, যাদের সঙ্গে খেলেছে। আমরা জানি কারা টিভিতে এসে কথা বলে। তার উচিত নাম বলা। এবং জিজ্ঞেস করা, 'কি ভাই আপনি আমাকে ম্যাসেজ দিলেন না?'

নিজের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ টেনে গাভাস্কার প্রশ্ন রাখেন, অধিনায়কত্ব ছাড়ার পর আড়ালে আর কোন বার্তা আশা করা যেতে পারে, '১৯৮৫ সালে আমি যখন অধিনায়কত্ব ছাড়লাম, ওই রাতে উদযাপন করেছি। সবার সঙ্গে কোলাকুলি করেছি। কিন্তু এর বাইরে আপনি আড়ালে আর কি আশা করেন?'

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

A recent study has raised concerns about their current condition, revealing operational issues that could threaten future progress.

13h ago