নেইমারের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে: এমবাপে
সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপে। দুইজনই খেলেন আবার পিএসজিতে। এ দলে আবার রয়েছে লিওনেল মেসির মতো মহাতারকা। তাই দলের কর্তৃত্ব নিয়ে কিছুটা দ্বন্দ্ব বিরাজ করছে দলটিতে। যদিও ইগোর এ দ্বন্দ্ব থেকে নিজেকে দূরে রেখেছেন মেসি। তবে নেইমার ও এমবাপের মধ্যকার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে বারবার। নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক উষ্ণ-শীতল হলেও তার প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে বলে জানান এমবাপে।
ঘরের মাঠে আজ মঙ্গলবার রাতেই জুভেন্তাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে পিএসজি। স্বাভাবিকভাবেই এ ম্যাচের আগে আলোচনায় পিএসজির দুই তারকা নেইমার ও এমবাপে। দুইজনের সম্পর্কের মধ্যে নির্ভর করে অনেক কিছুই। নিজেদের সম্পর্ক নিয়ে এমবাপে বলেন, 'নেইমারের সঙ্গে এটা আমার ষষ্ঠ বছর। আমাদের সবসময় এইরকম সম্পর্কই ছিল। শ্রদ্ধার জায়গা ঠিক রেখে এটা কখনো উষ্ণ, আবার কখনো শীতল। তার প্রতি এবং দলে তার প্রভাবের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।'
সপ্তাহ দুই আগে দুই তারকার মধ্যে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়বার পাওয়া পেনাল্টিকে কেন্দ্র করে। তখন শট নিতে এগিয়ে যান নেইমার। কিন্তু আগেই একটি পেনাল্টি শট থেকে গোল আদায় করতে না পারা এমবাপেও চেয়েছিলেন নিতে। এ নিয়ে দুই তারকার মধ্যে তর্ক। শেষপর্যন্ত যদিও পেনাল্টি মারেন নেইমারই। তবে সে ঘটনা অনেক বিতর্কের সৃষ্টি করে সামাজিক মাধ্যমে।
সে ঘটনা বাড়তে থাকে মাঠের বাইরেও। সামাজিকমাধ্যমে এমবাপে ট্রল করা এক টুইটে নেইমারের লাইক দেওয়া নিয়েও অনেক আলোচনা। ঘটনাটি ভালোভাবে নেয়নি ক্লাব। পুরো স্কোয়াডের উপস্থিতিতে হওয়া এক আলোচনা সভায় খেলোয়াড়দের সবাইকে এখন একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য কঠোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে কোচ জানিয়ে দেন, এখন থেকে দলের প্রথম পেনাল্টি টেকার এমবাপেই। তবে দুটি পেনাল্টি পেলে সেক্ষেত্রে দ্বিতীয় শটটি নেবেন নেইমার।
এরপর লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি পাওয়ার পর তা মেরেছিলেন নেইমারই। এমনকি সেখানে সম্মতি ছিল এমবাপের। জুভেন্তাসের বিপক্ষেও কী এমন কিছু হবে? নাকি এবার শট নিবেন এমবাপে। এমন প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেন এ ফরাসি তরুণ, 'আমি জানি না (কে পেনাল্টি নেবে), দেখা যাবে। ম্যাচ চলাকালীন সময়ে কী পরিস্থিতি হয় তা দেখতে হবে। প্রথম পছন্দ হওয়ার অর্থ এই নয় যে আমাকেই সব নিতে হবে। আপনাকে জানতে হবে কীভাবে কেক ভাগ করতে হয়।'
Comments