দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে নেই ডুসেন

Rassie van der Dussen & David Miller
ডেভিড মিলারের সঙ্গে রাসি ফন ডার ডুসেন। বিশ্বকাপ মিস করছেন তিনি। ফাইল ছবি

আঙুলের চোটে পড়া রাসি ফন ডার ডুসেনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা।

টেম্বা বাভুমার নেতৃত্বে দলে ডুসেন না থাকলেও জায়গা ধরে রেখেছেন গত সিরিজে প্রত্যাবর্তন হওয়া ব্যাটার রাইলি রুশো। আছেন কুইন্টেন ডি কক, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, এইডেন মার্কামের মতো তারকারা।

পেস আক্রমণে অনেকের চেয়ে এগিয়ে থাকা প্রোটিয়ারা পাচ্ছে আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের। জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ওয়েইন পারনেল। তবে মূল স্কোয়াডে জায়গা পাননি মার্কো ইয়ানসেন ও আন্দেলো ফেহেলেকুওয়ে। তাদের রিজার্ভ তালিকায় রাখা হয়েছে।

পেস অলরাউন্ডার হিসেবে দলটির ভরসা ডোয়াইন প্রিটোরিয়াস। প্রথাগত বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ও চায়নাম্যান তাবরাইজ শামসিকে নিয়ে তাদের স্পিন আক্রমণও বেশ জুতসই।

সুপার টুয়েলভে গ্রুপ দুইতে থাকা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর। হোবার্টে তাদের প্রতিপক্ষ প্রথম রাউন্ড পেরিয়ে আসা দল। 

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টেন ডি কক, হেনরিক ক্লাসেন,  রেজা হেনড্রিকস, কেশব মহারাজ, এইডেন মার্কাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, ওয়েইন পারনেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।

রিজার্ভ: বিয়ন ফরটুইন, মার্কো ইয়ানসেন, আন্দেলো ফেহেলেকুওয়ে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

11h ago