ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ভারতের রাষ্ট্রপতি ভবনে সে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে দ্রৌপদী মুর্মু বলেন, 'ইতিহাস, ভাষা এবং সংস্কৃতিতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মুর্মু বলেন, 'যেভাবে ভারত ও বাংলাদেশ একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অনন্য।'

তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত যে কতটা গুরুত্ব দেয়, ওই ঐতিহাসিক উদযাপনে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েরই অংশ নেওয়ার মাধ্যমে বিষয়টি পরিলক্ষিত হয়েছে।'

ভারতের রাষ্ট্রপতি জানান, জনগণের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে বাংলাদেশের ব্যাপক সাফল্য অর্জন এবং বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে বলে আশ্বস্ত করায় তিনি অনেক আনন্দিত।

তিনি বলেন, 'আমাদের সম্পর্ক সবসময় সহযোগিতার মনোভাব এবং পারস্পরিক আস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। মহামারি এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বৈশ্বিক সংকট মোকাবিলায় ভারত ও বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে সংযুক্ত থাকার দাবি রাখে।'

এই সফরের মাধ্যমে ২ দেশের সম্পর্ক আরও পরিপক্ষ ও বিকাশ লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

5h ago