ভারত-পাকিস্তান ফাইনাল ‘হবে’, তবে…

সুপার ফোরে দুই ম্যাচ হারায় এশিয়া ভারতের ফাইনালে যাওয়া এখন 'মিরাকল'। মিলতে হবে অনেক 'যদি',  'কিন্তু'। সেসব মিললে আবার পাকিস্তানের ফাইনালে যাওয়া হয় না। অর্থাৎ ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা মঙ্গলবারই নিভিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক প্রশ্নের জবাবে মজা করে বললেন, 'হবে ভাই, চিন্তা করবেন না, হবে।'

সংবাদ সম্মেলন তখন প্রায় শেষ। ভারতের মিডিয়া ম্যানেজার আর কোন প্রশ্ন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। তখন হঠাৎ করেই এক পাকিস্তানি সাংবাদিক জানতে চায়, 'অধিনায়ক, আমরা কি ভারত-পাকিস্তান ফাইনাল দেখব না?' উঠে যাওয়ার আগে রোহিতের জবাব, 'হবে অবশ্যই। এত চিন্তা করবেন না। হবে, হবে।'

এবার ফাইনাল না হলেও রোহিত নিশ্চিতভাবে ইঙ্গিত করেছেন বিশ্বকাপের দিকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তানে। বিশ্বকাপে আরেক দফা দুদলের দেখা হচ্ছেই। তাতেই শেষ নয়,  মেলবোর্নে ফাইনালেও দুদলের দেখা হওয়ার আশা রোহিতের।

এবার এশিয়া কাপের সূচি এমনভাবে করা হয়েছিল যাতে ভারত-পাকিস্তান কমপক্ষে দুবার। ফাইনালে গেলে তিনবার মুখোমুখি হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলরের জন্য ভারত-পাকিস্তান ম্যাচের বাজার দর চড়া। 'এ' গ্রুপে তাই ভারত-পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছিল দুর্বল হংকংকে। তাদের সরিয়ে সহজেই তাই দুদল উঠে সুপার ফোরে। গ্রুপ পর্বে ভারত জিতলেও সুপার ফোরে জিতে যায় পাকিস্তান।

এই পর্যন্ত সব ঠিক থাকলেও দারুণ ছন্দে থাকা শ্রীলঙ্কা সব হিসেব বদলে দিয়েছে। ভারতকে ৬ উইকেতে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথ করে দিয়েছে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

13m ago