মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। 
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: রয়টার্স

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। 

বাকিংহাম প্যালেসের বিবৃতির বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে তিনি মারা গেছেন। 

তার মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র চার্লস।

রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে।

পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

Comments

The Daily Star  | English

'Can't wait to be home'

Says crewmember of MV Abdullah; vessel likely to reach Kutubdia tomorrow night

20m ago