অনাকাঙ্ক্ষিত বিরতির ম্যাচে বড় জয়ে শীর্ষে উঠল বার্সেলোনা

প্রায় ৫০ মিনিট পর যখন খেলা ফের চালু হলো, তখন আরও দুর্বার হয়ে উঠল কাতালানরা।
ছবি: টুইটার

বার্সেলোনা তখন কাদিজের বিপক্ষে জয়ের উল্লাসের অপেক্ষায়। কয়েক মিনিট পরই বাজবে শেষ বাঁশি। কিন্তু ম্যাচের ৮২তম মিনিট গ্যালারিতে থাকা এক দর্শক আচমকা হয়ে পড়লেন অসুস্থ। বন্ধ হয়ে গেল খেলা। জরুরি ভিত্তিতে চলতে লাগল তার চিকিৎসা। পরবর্তীতে তাকে নেওয়া হলো হাসপাতালে। প্রায় ৫০ মিনিট বিরতির পর যখন খেলা ফের চালু হলো, তখন আরও দুর্বার হয়ে উঠল কাতালানরা। বড় জয়ে তারা উঠল স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে।

শনিবার রাতে অনাকাঙ্ক্ষিত কারণে লম্বা বিরতি পড়া ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। বার্সার হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং, পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি, স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি ও ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে।

লিগের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে ড্রয়ের পর টানা চার ম্যাচ জিতল বার্সেলোনা। পাঁচ ম্যাচে তাদের অর্জন ১৩ পয়েন্ট। এক ম্যাচ খেলা আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

লা লিগায় দুই দলের শেষ চার দেখায় শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা কাদিজকে হারাতে পারেনি বার্সা। ২০২০-২১ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারের পর ফিরতি দেখায় ১-১ গোলে ড্র করেছিল তারা। গত মৌসুমে প্রথম দেখায় গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। অবশেষে দাপুটে পারফরম্যান্সে ব্যর্থতার বৃত্ত ভাঙল দলটি।

ম্যাচের শুরুতে চেনা ছন্দে দেখা যায়নি সফরকারীদের। আগামী ১৪ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াইকে সামনে রেখে কোচ জাভি একাদশ সাজান দেম্বেলে ও লেভানদোভস্কিদের মতো তারকাকে ছাড়াই। তাদের অনুপস্থিতিতে প্রথমার্ধে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ভাঙে অচলাবস্থা। গাভির শট প্রতিপক্ষের গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা ফিরিয়ে দিলে পেয়ে যান ডি ইয়ং। বাকিটা সারতে ভুল করেননি তিনি। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অল্প সময় আগে বদলি নামা লেভানদোভস্কি। রাফিনহার ক্রস লেদেসমা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে স্লাইড করে লক্ষ্যভেদ করেন তিনি। লিগে পাঁচ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।

গ্যালারিতে অসুস্থ হয়ে পড়া এক দর্শককে চিকিৎসা সেবা দিতে খেলা দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার শুরু হলে আরও ক্ষুরধার হয়ে ওঠে বার্সেলোনা। ডি-বক্সে লেগে থাকা এক ডিফেন্ডারকে এড়িয়ে ফাতিকে খুঁজে নেন লেভানদোভস্কি। ফাঁকা জালে বল পাঠিয়ে দলকে উল্লাসে মাতান তিনি। সাত মিনিট পর ডান পায়ের শটে বার্সার বড় জয় নিশ্চিত করেন দেম্বেলে। তাকেও বলের যোগান দেন লেভি।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

1h ago