টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

এশিয়া কাপে এবার মাঠের লড়াই নিয়ে যতো না আলোচনা তার চেয়েও বেশি হয়েছে টস নিয়ে। প্রায় প্রতি ম্যাচেই জিতেছে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া দল। তাই টস হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ। আর ফাইনাল ম্যাচে ভাগ্য সঙ্গে গিয়েছে পাকিস্তানের। টস জিতে নিয়েছে দলটি। আর প্রত্যাশিতভাবেই শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এবারও আসরটি আরব আমিরাতে হলেও স্বাগতিক দল শ্রীলঙ্কা।

এবার আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়ে এশিয়া কাপ শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু এরপর বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়েই যেন সব বদলে দেয় তাদের। টানা চারটি জয়ে ফাইনালে তারা। তাদের মতো পাকিস্তানের শুরুটাও ছিল হার দিয়ে। ভারতের বিপক্ষে হারার পর টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। তবে ফাইনালের মহড়ায় সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা।

শেষ ম্যাচে নিয়মিত দুই খেলোয়াড় নাসিম শাহ ও শাদাব খানকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। ফাইনাল ম্যাচে ফিরেছেন তারা। যে কারণে বাদ পড়েছেন হাসান আলী ও উসমান কাদির। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, আসিফ আলী, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকশা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ান্দেন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারাত্নে, মহেশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা ও প্রমদ মাদুশান।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

29m ago