এশিয়া কাপ ২০২২

'যে দল টস নিয়ে ভাবে, সেই দল চ্যাম্পিয়ন নয়'

এশিয়া কাপের ফাইনালের আগের ১২ ম্যাচের নয়টিতে জিতেছিল পরে ব্যাট করা দল। কারণ, তখন রান তোলা তুলনামূলক সহজ হয়ে যায়।
ছবি: রয়টার্স

এশিয়া কাপের ফাইনালের আগের ১২ ম্যাচের নয়টিতে জিতেছিল পরে ব্যাট করা দল। কারণ, তখন রান তোলা তুলনামূলক সহজ হয়ে যায়। টস জিতলেই অধিনায়করা তাই বেছে নিচ্ছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ফাইনালেও সেই চিত্র। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শ্রীলঙ্কাকে পাঠালেন আগে ব্যাটিংয়ে। কিন্তু ম্যাচের ফলে দেখা গেল ভিন্নতা। হারের পর পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান লঙ্কানদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বললেন, চ্যাম্পিয়নরা টস নিয়ে ভাবে না।

রোববার দুবাইতে ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এক পর্যায়ে, ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। সেই নড়বড়ে অবস্থান থেকে ৬ উইকেটে ১৭০ রানের ভালো পুঁজি গড়ে দাসুন শানাকার দল। ভানুকা রাজাপাকসে ৪৫ বলে অপরাজিত ৭১ ও ভানিন্দু হাসারাঙ্গা ২১ বলে ৩৬ রান করেন। জবাবে রিজওয়ানের ৪৯ বলে ৫৫ রানের মন্থর ইনিংসের পর পাকিস্তান শেষ বলে গুটিয়ে যায় ১৪৭ রানে। তাদেরকে আটকাতে পেসার প্রমোদ মাদুশান ৩৪ রানে ৪ ও হাসারাঙ্গা ২৭ রানে ৩ উইকেট নেন। পাশাপাশি ফিল্ডিংয়েও নজরকাড়া পারফরম্যান্স দেখায় শ্রীলঙ্কা।

আসরে টস জিতে আগে বোলিং নিয়ে ম্যাচ জেতার ধারা বজায় রাখতে পারেনি পাকিস্তান। শিরোপা হাতছাড়া হওয়ার প্রসঙ্গে ওপেনার রিজওয়ান গণমাধ্যমকে বলেছেন, 'যে দল টস নিয়ে ভাবে, আমার মতে, সেই দল চ্যাম্পিয়ন নয়। শ্রীলঙ্কা যেমন ফাইনালে টস নিয়ে ভাবেনি। পরে তারা আমাদের ভুলের সুযোগ নিয়েছে। যোগ্য দল হিসেবেই শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে।'

mohammad rizwan and babar azam
ফাইল ছবি

শ্রীলঙ্কার ব্যাটিংকে চেপে ধরলেও সেটা পরে আলগা হয়ে যায়। তখন থেকেই পাকিস্তান ছন্দের অভাবে ভুগেছে বলে মনে করছেন রিজওয়ান, 'আমরা বেশ কিছু ভুল করেছি। আমরাও মানুষ। প্রতিযোগিতায় অন্য ম্যাচগুলোতে আমরা ভালো খেলেছি। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার দ্রুত কয়েকটা উইকেট তুলে নেওয়ার পর আমরা ছন্দ হারিয়ে ফেলি। টি-টোয়েন্টিতে যারা একবার ছন্দটা ধরে ফেলে, তাদেরই জেতার বেশি সুযোগ থাকে। আমরা যেখানে ছন্দ হারিয়ে ফেলেছি, শ্রীলঙ্কা সেখানেই ছন্দ ধরে নিয়েছে।'

ব্যাটিং-ফিল্ডিং ভালো হয়নি জানিয়ে বাবর মেনে নিয়েছেন যে ফাইনালে সামর্থ্য অনুসারে তারা খেলতে পারেননি, 'আমরা ভালো ব্যাট করতে পারিনি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। মিডল অর্ডার ভালোভাবে শেষ করতে পারেনি। যেভাবে প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম, তা পারিনি। কোনোকিছুই পরিকল্পনামাফিক হয়নি। ফাইনালে আমাদের ফিল্ডিং একদমই ভালো হয়নি। তবে বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা দেশে ফিরব।'

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

4h ago