করোনা পরীক্ষার ব্যয় কমানোসহ কারিগরি কমিটির ৫ সুপারিশ

প্রতীকী ছবি। সংগৃহীত

দেশে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানোসহ ৫ সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় কমিটির ভার্চুয়াল সভায় এই সুপারিশগুলো করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

কমিটির সুপারিশগুলো হচ্ছে:

১. সকল ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরিধান ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ করোনা টিকা যারা গ্রহণ করেননি, তাদেরকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

৩. বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি সম্পন্ন করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

৫. বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ব্যয় কমানোর ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগ গ্রহণ করা।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

22m ago