জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শ্লীলতাহানি-প্রাণনাশের হুমকির অভিযোগ

অনৈতিক প্রস্তাব ও শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ ছাত্রলীগের এক নারী কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

অনৈতিক প্রস্তাব ও শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ ছাত্রলীগের এক নারী কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী। পুলিশ প্রথমে অস্বীকার করলেও রাতে অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে।

অভিযোগপত্রে ওই তরুণী আরও ৩ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করেছেন। তারা হলেন—জেলা ছাত্রলীগের সহসম্পাদক ফারদিন সৃষ্টি, জেলা ছাত্রলীগের সদস্য হৃদয় ও মোহাইমিনুল মিরাজ। তারা ৩ জনই হাফিজ শেখের ঘনিষ্ঠ সহচর।

অভিযোগকারী তরুণী (১৯) কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির একটি পদে আছেন।

অভিযোগপত্রে সেই তরুণী উল্লেখ করেন, 'কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। শেখ হাফিজ বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করায় প্রায় ১ মাস আগে তার কাছ থেকে সরে আসি। এরপর থেকে তিনিসহ অন্য বিবাদীরা আমার সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে বিভিন্ন আজেবাজে কথাবার্তা বলাসহ আমাকে ফলো করতে থাকেন। পরে একটি ফেক আইডি খুলে আমার ছবি এডিট করে বিভিন্ন আজেবাজে কথাবার্তা সংবলিত পোস্ট দিতে থাকেন। এ ধরনের কার্যকলাপ করতে নিষেধ করলে বিবাদীরা আমাকে প্রাণনাশের হুমকিও দেন।'

ভুক্তভোগী আরও বলেন, 'ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ অভিযুক্তরা আমার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার ও আমার পরিবারের সম্মান চরমভাবে ক্ষুণ্ণ করেছেন। আমি তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এ বিষয়ে অভিযুক্ত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জ বলেন, 'এসব বললেই তো হয় না। সবকিছুরই প্রমাণ লাগে।'

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, একটি অভিযোগ এসেছে। সেটি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago