জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দাদা ও নাতির

Joypurhat Map
স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাটর কালাই উপজেলার ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দাদা ও নাতি নিহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যার দিক উপজেলার পাঁচশিরা-মালামগাড়ী সড়কর মহিরুম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পূর্ণত্ব ইউনিয়নর শিকটা উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলাম (৬৫) এবং সাকিব হাসন (০৫)। তারা সম্পর্ক দাদা-নাতি বলে পরিবার জানিয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলন, 'এ ঘটনায় নিহতর পরিবার মামলা করবে না মর্ম অঙ্গীকারনামা জমা দেওয়ায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গছ, শুক্রবার সন্ধ্যায় নিহতরা ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মালামগাড়ীহাট থেকে তাদের নিজ বাড়ি শিকটা গ্রাম যাচ্ছিলেন। পথ উপজেলার জিদারপুর ইউনিয়নর মহিরুম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটল ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নজরুল ইসলাম ও সাকিব হাসন নিহত হন।

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago