নেহা কাক্করের ওপর বিরক্ত ফাল্গুনী পাঠক!

ফাল্গুনী পাঠক ও নেহা কাক্কর। ছবিধ সংগৃহীত

ভারতের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাল্গুনী পাঠক নেহা কাক্করের ওপর বিরক্ত। ফাল্গুনী পাঠকের আইকনিক গান 'মেনে পায়েল হে ছানকাই' গানটির রিক্রিয়েশনে খুশি হননি তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ভক্ত গানটি নিয়ে নেহার সমালোচনা করেছেন। ৯০-এর দশকের এই হিট গানের মূল গায়িকা ফাল্গুনী। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের পোস্টগুলো শেয়ার করেছেন। তিনি নেহার সংস্করণটির প্রতি বিরক্তি প্রকাশ করেছেন।

ফাল্গুনীর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, এভাবে কতদিন নেহা কাক্কর? আমাদের পুরনো ক্লাসিকগুলো নষ্ট করা বন্ধ করুন। ফাল্গুনী পাঠক হলেন আইকনিক। আপনি এবার থামুন।

মূল গানটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। গানটি তখন তুমুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি গানটির নতুন সংস্করণ মুক্তি দেওয়া হয়। এরপর এমন প্রতিক্রিয়া এলো ভক্ত ও ফাল্গুনীর কাছ থেকে।

Comments

The Daily Star  | English
BSF pushes back Bangladeshis in Sylhet border

100 pushed in from India through five border districts since last night

The districts are Cumilla, Feni, Lalmonirhat, Moulvibazar, and Panchagarh

1h ago