বিপিএলের সম্ভাব্য সাত ফ্র্যাঞ্চাইজি ঠিক করল বিসিবি

আগামী তিন বছরের  জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। ৯টি আগ্রহী প্রতিষ্ঠান থেকে দুটিকে বাদ দিয়ে বাকি সাতটি বেছে নিয়েছে গভর্নিং কাউন্সিল।

বরিশালের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবারও থাকছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের। মাইন্ড ট্রি গ্রুপ আগেরবারের মতো পেয়েছে খুলনার সত্ত্ব।

প্রগতি গ্রিন অটো রাইস মিল গতবার ছিল সিলেটের ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে। এবার তারা পেয়েছে ঢাকা। ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড পেয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজির সত্ত্ব।

বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেডের হাতে থাকছে রংপুর। ডেল্টা স্পোর্টস চট্টগ্রাম।  কুমিল্লা লিজেন্ডস লিমিটেড পাচ্ছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি।

নির্বাচিত এই দলগুলোকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিপিএলের তিন বছরের সত্ত্ব চূড়ান্ত করতে আহবান জানিয়েছে বিসিবি।

বিপিএলের নবম আসর শুরু হওয়ার কথা আসছে জানুয়ারিতে। তবে ওই সময় আমিরাত প্রিমিয়ার লিগ ও সাউথ আফ্রিকার টি২০ লিগের কারণে প্রভাব পড়বে বিপিএলে। দল চূড়ান্ত করলেও এখনো পর্যন্ত প্লেয়ার্স ড্রাফটসহ অন্যান্য অনেক বিষয় ঠিক করতে পারেনি বিসিবি।

Comments

The Daily Star  | English

Trump's 50% tariffs on India take effect, hiking tensions

Exporters hit by tariffs would receive financial assistance and be encouraged to diversify to markets such as China, Latin America and the Middle East

1h ago