এবার আরব আমিরাতে ‘দিন দ্য ডে’

অনন্ত ও বর্ষা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় দ্বিতীয় সপ্তাহে চলছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'দিন দ্য ডে' সিনেমাটি। সিনেমাটি এবার আরব আমিরাতে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি সেখানে সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অনন্ত জলিল।

তিনি বলেন, 'সেন্সর পেলে আগামী অক্টোবর মাসে সিনেমাটি আমিরাতের বিভিন্ন হলে চলবে। আরব আমিরাতে সিনেমা মুক্তির খবরে উল্লাসিত সেখানকার প্রবাসী দর্শকরা। তারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে অপেক্ষার প্রহর গুনছেন বলে জেনেছি।'

এর আগে আরব আমিরাতে 'মাটির ময়না', 'ঢাকা অ্যাটাক'সহ কয়েকটি বাংলাদেশি সিনেমা চলেছে।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

14m ago