ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, ফাইনালে উঠতে ব্যর্থ গায়ানা

ছবি: টুইটার

প্রথম কোয়ালিফায়ারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও হতাশ করলেন সাকিব আল হাসান। ব্যাটে কিংবা বলে কোনোটিতেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার রাখতে পারলেন না অবদান। তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও ব্যর্থ হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠতে।

বৃহস্পতিবার প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিবের সাবেক দল জ্যামাইকা তালাওয়াহস জিতেছে ৩৭ রানে। গায়ানাকে বিদায় করে তারা উঠে গেছে আসরের ফাইনালে। আগামী শনিবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালস।

বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৩ ওভারেই তিনি দেন ৩০ রান। পাননি কোনো উইকেট। এরপর ব্যাট হাতে সাকিব টিকতে পারেননি ক্রিজে। আউট হন ৬ বলে ৫ রান করে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২২৬ রানের বিশাল পুঁজি পায় জ্যামাইকা। সেঞ্চুরি হাঁকিয়ে শামারহ ব্রুকস অপরাজিত থাকেন ৫২ বলে ১০৯ রানে। শেষদিকে ইমাদ ওয়াসিম চালান তাণ্ডব। মাত্র ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। লক্ষ্য তাড়ায় গায়ানা ৮ উইকেটে ১৮৯ রান পর্যন্ত পৌঁছাতে পারে। বেশ কয়েকজন ব্যাটার থিতু হলেও ইনিংস বড় করতে পারেন কেবল কিমো পল। ৩৭ বলে ৫৬ রান আসে তার ব্যাট থেকে।

জ্যামাইকার ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে পেয়ে ৬ রান দেন সাকিব। আবার তাকে আক্রমণে ফেরানো হয় ১৫তম ওভারে। ওই ওভারে আঁটসাঁট বোলিংয়ে মাত্র ৩ রান দেন তিনি। কিন্তু ১৭তম ওভারে ব্রুকসের বেধড়ক পিটুনির শিকার হন সাকিব। ৩ ছক্কাসহ হজম করেন ২১ রান। এরপর আর তাকে বোলিংয়ে আনেননি অধিনায়ক শিমরন হেটমায়ার।

গায়ানার ব্যাটিংয়ে সাকিব মাঠে নামেন ষষ্ঠ ওভারে। পল স্টার্লিং ও রহমানউল্লাহ গুরবাজ ততক্ষণে ফিরেছেন সাজঘরে। এরপর অন্যপ্রান্তে শাই হোপকে বিদায় নিতে দেখেন তিনি। অষ্টম ওভারে সাজঘরে ফেরেন সাকিব। ক্রিস গ্রিনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্লগ করতে গিয়ে বোল্ড হন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago