ছক্কার রেকর্ডে রিজওয়ানকে টপকে চূড়ায় সূর্যকুমার

ছবি: এএফপি

ভারতের ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব ক্রিজে গেলেই তুলছেন ঝড়। বাহারি সব শটে প্রতিপক্ষের বোলারদের বুকে ধরিয়ে দিচ্ছেন কাঁপন। বিশেষ করে, সীমানার বাইরে বল আছড়ে ফেলতে সিদ্ধহস্ত তিনি। দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার এবার ছক্কার রেকর্ডে টপকে গেলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে।

বুধবার থিরুভানাথাপুরামে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৬ রানের মামুলি স্কোর গড়ে প্রোটিয়ারা। লক্ষ্য তাড়ায় ২০ বল হাতে রেখে ২ উইকেটে ১১০ রান করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

তৃতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৬৩ বলে অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার। ৩৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি বছর সব মিলিয়ে ৪৫টি ছক্কা মেরেছেন ৩২ বছর বয়সী তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এটি।

এই ম্যাচের আগে রিজওয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সূর্যকুমার। গত বছর উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান মেরেছিলেন ৪২ ছক্কা। সেজন্য তাকে খেলতে হয়েছিল ২৬ ইনিংস। সূর্যকুমার ৫ ইনিংস কম খেলেই নতুন কীর্তি গড়লেন। তালিকার তিনে থাকা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০২১ সালে মেরেছিলেন ৪১ ছক্কা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও আগ্রাসী হাফসেঞ্চুরি করেন সূর্যকুমার। ফলে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে গেছেন তিনি। দুই ধাপ উন্নতি হয়েছে তার। সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৮০১। শীর্ষে থাকা রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮৬১।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

51m ago