১০ দিন ধরে নিখোঁজ ৩ মাদ্রাসাশিক্ষার্থী
হবিগঞ্জে নিখোঁজ হওয়ার ১০ দিন পরও ৩ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মেলেনি। গত ১০ সেপ্টেম্বর বিকেলে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ ছাত্ররা হলো বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আব্দুস শহিদের ছেলে জাকারিয়া মিয়া, নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন। ১৩-১৪ বছরের এই শিক্ষার্থীরা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম বলেছেন গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওইদিনই ছাত্রদের পরিবারে বিষয়টি জানানো হয়।
অভিভাবকরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।
গত ২২ সেপ্টেম্বর জাকারিয়ার বাবা আব্দুস শহিদ, ওয়াহিদের বাবা পাকু মিয়া ও রাহিম উদ্দিনের বড় ভাই সাইদ আহমদ বাহুবল মডেল থানায় আলাদা ৩টি জিডি করেন।
মাওলানা আবুল কালামের দাবি, নিখোঁজ শিক্ষার্থীদের কখনো শাস্তি বা ধমক দেয়া হয়নি। তারা কেন পালিয়ে গেল বুঝতে পারছি না।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, 'শায়েস্তাগঞ্জ স্টেশনের একটি সিসিটিভি ফুটেজে ওই তিন শিক্ষার্থীকে ঢাকামুখি একটি ট্রেনে উঠতে দেখা গেছে। তাদের সঙ্গে আর কেউ ছিল না। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।'
নিখোঁজ রাহিম উদ্দিনের বড়ভাই সাইদ আহমদ বলেন, 'আমার ছোট ভাই রাহিমসহ নিখোঁজদের সন্ধানে দেশের বিভিন্ন জায়গায় হন্য হয়ে ঘুরছি।'
Comments