জমকালো সংবর্ধনায় ঘরে ফিরলেন সাফজয়ী ফুটবলাররা

নেপালে ইতিহাস গড়ে বাংলাদেশকে প্রথমবারের মতো সাফ শিরোপা এনে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে পুরো দেশে উচ্ছ্বাসের শেষ নেই। দেশে ফিরে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। সে ধারা চলছে এখনও। এমনকি নিজ নিজ বাড়িতে পৌঁছেও ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়ে উঠছেন ফুটবল কন্যারা। স্লোগানে স্লোগানে মুখরিত সংবর্ধনাস্থল।

নেপালে ইতিহাস গড়ে বাংলাদেশকে প্রথমবারের মতো সাফ শিরোপা এনে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে পুরো দেশে উচ্ছ্বাসের শেষ নেই। দেশে ফিরে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। সে ধারা চলছে এখনও। এমনকি নিজ নিজ বাড়িতে পৌঁছেও ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়ে উঠছেন ফুটবল কন্যারা। স্লোগানে স্লোগানে মুখরিত সংবর্ধনাস্থল।

তার কিছু অংশ দেখে নেওয়া যাক ছবিঘরে-

নিজেদের বেড়ে উঠা জায়গা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চবিদ্যালয় সাফজয়ী নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা দিলেন কর্তৃপক্ষ

সকাল সাড়ে আটটার দিকে ঘাগড়া বাজারের চৌমুহনী এলাকায় পাঁচ ফুটবলারকে বরণ করা হয়। এরপর এক কিলোমিটার শোভাযাত্রা শেষে তাঁদের বিদ্যালয়ের মাঠে আনা হয়। এরপর বিদ্যালয়ে ফুটবলারদের নিয়ে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়।

ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে অধির আগ্রহে সর্বস্তরের মানুষদের সামনে ঠিক যেন রানীর বেশে ফিরলেন ফুটবলকন্যা সিরাত জাহান স্বপ্না।

গাড়ী বহরের ব্যানারে সাফজয়ী পাঁচ ফুটবলার।

আখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

ডিফেন্ডার মাসুরা পারভিন ফিরেছেন সাতক্ষীরায়, বাড়িতে উৎসবের আমেজ।

দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে কলসিন্দুরের আট নারী ফুটবলারকে।

ছাদখোলা গাড়িতে শোভাযাত্রাসহ ময়মনসিংহ মহানগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে নিয়ে আসা হয় কলসিন্দুরের আট নারী ফুটবলারকে।

 

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

7h ago