ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে মাদকের একটি মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ মামনুর রশিদ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার হরিপুর উপজেলার মারাধার দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. আব্দুল করিমের ছেলে মো. আকমাল (১৯), মো. মাইনুল হকের ছেলে মো. হাসেম আলী (২০) ও সাজ্জাদ আলীর ছেলে মো. ছাদেকুল ইসলাম (৩৪)।
এ ছাড়া যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
এই মামলার অপর আসামি একই গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আব্দুল করিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল ২০১৮ সালের ১৫ নভেম্বর দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার চিকনী গ্রামে অভিযান পরিচালনা করে ৩ শ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
পরে একই দিনে ডিবি পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বাদী হয়ে রানীশংকৈল থানায় গ্রেফতার ৩ জনসহ আব্দুল করিমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরের বছর তদন্ত শেষে আদালতে এই ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
পরবর্তীতে দীর্ঘ শুনানী শেষে বিচারক গতকাল বিকেলে এই রায় প্রদান করেন।
Comments