কানে হেডফোন, উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে এক কলেজশিক্ষার্থী মারা গেছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উত্তরার কসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাফিন আহমেদ (১৯) উত্তরার মাইলস্টোন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দক্ষিণখান গাওয়াই বাড়ির বাসিন্দা ছিলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে কসাইবাড়ি এলাকার রেললাইন পার হচ্ছিলেন রাফিন। এ সময় ট্রেন আসতে দেখে আশেপাশের লোকজন তাকে চিৎকার করে সতর্ক করে দিচ্ছিল। কিন্তু কানে হেডফোন থাকায় তিনি তা শুনতে পাননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মরদেহ উদ্ধারের সময় তার কানে হেডফোন ছিল বলে জানান উপ-পরিদর্শক কামরুল হাসান।      

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

9h ago