ইউরোপে পোশাক রপ্তানি: শিগগির চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অন্যতম দুর্বলতা হচ্ছে, কাঁচামাল হিসেবে স্বল্প মূল্যের উপকরণ ব্যবহার। তবে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিলে এই দুর্বলতাই শক্তিতে রূপান্তরিত হতে পারে, কারণ তখন সবাই খরচ কমানোর চেষ্টা করবেন। ফাইল ছবি: স্টার

বাংলাদেশ খুব শিগগির ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানির দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যাবে।

প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্বের সবচেয়ে বড় বাজার থেকে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অর্ডার পাচ্ছে।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশ ইউরোপের দেশগুলোর কাছ থেকে ১১ দশমিক ৩১ বিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৪ দশমিক ৬ শতাংশ বেশি। এটাই বাংলাদেশের ইতিহাসে ১ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, একই সময়ে চীন ২১ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং তাদের রপ্তানি ১২ দশমিক ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় পোশাক উৎপাদনকারী দেশ। এই খাতে বিশ্বের ৩৮ শতাংশ বাজার দেশটির দখলে রয়েছে।

৬ দশমিক ৮ শতাংশ বাজার নিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। স্থানীয় উৎপাদনকারীরা আশা করছেন, এটি বছরের শেষ নাগাদ ৭ শতাংশে পৌঁছাবে।

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

11h ago