যবিপ্রবিতে ১৮ কুকুর ‘হত্যার’ বিচারের দাবিতে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে বিষ প্রয়োগে ১৮টি কুকুর 'হত্যার' বিচার চেয়ে রেজিস্ট্রারকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন।

আজ মঙ্গলবার দুপুরে বেসরকারি প্রাণী সেবামূলক প্রতিষ্ঠানের গার্ডিয়ানস অব পস অ্যান্ড কসের (জিপিসি) সভাপতি শামীম আকনের হয়ে ডাক ও রেজিস্ট্রি যোগে এই আইনি নোটিশ পাঠান খুলনা জজ কোর্টের আইনজীবী ফরহাদ আব্বাস।

জিপিসির সভাপতি শামীম আকন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি, ক্যাম্পাসে বিষ প্রয়োগে ১৮টি কুকুর হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে। যা দণ্ডনীয় অপরাধ। ওই ঘটনায় আপনারা দেশের প্রচলিত প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ধারা ১১(১)-এর ব্যত্যয় ঘটিয়েছেন। বিষপ্রয়োগে ১৮টি কুকুর হত্যার বিষয়টি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের অবগত না করলে, আমরা দেশের প্রচলিত আইনে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

উল্লেখ্য, জলাতঙ্ক দিবসে গত ২৮ সেপ্টেম্বর যবিপ্রবি ক্যাম্পাসে ১৮টি সুস্থ কুকুরকে বিষ প্রয়োগে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠে যবিপ্রবির রেজিস্ট্রার দপ্তরের এক নিরাপত্তা কর্মকর্তার নির্দেশে কুকুর গুলো হত্যা করা হয়। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তারা এই বিষয়ে কিছু জানেন না।

যবিপ্রবির রেজিস্ট্রার দপ্তরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমরা কুকুর হত্যার কোন নির্দেশনা দিইনি। কারা কুকুর হত্যা করেছে তা আমার জানা নেই।'

 

Comments

The Daily Star  | English

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

9h ago