রেফারির উপর ক্ষুব্ধ জাভি
এমনিতেই পড়েছে গ্রুপ অব ডেথে। তাই প্রতিটি ম্যাচেই খুব গুরুত্বপূর্ণ। সেখানে আগের দিন ইন্টার মিলানের কাছে হেরে গেছে বার্সেলোনা। ফলে আবারও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় বার্সেলোনা। তবে ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ার রেফারির উপর বেজায় চটেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
সানসিরোতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের কাছে ১-০ ব্যবধানে হেরেছে স্প্যানিশ পরাশক্তি বার্সা। ঘরের মাঠ ইন্টারের পক্ষে একমাত্র গোলটি করেন হাকান চালহানোগলু।
তবে দ্বিতীয়ার্ধে ইন্টারের জালে বল পাঠিয়েছিলেন বাসা মিডফিল্ডার পেদ্রি। কিন্তু আক্রমণ করার সময় আনসু ফাতির হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে গোল বাতিল করে দেন রেফারি। এরপর শেষদিকে যোগ করা সময়ে বক্সের মধ্যে ইন্টারের ডামফ্রিসের হাতে বল লাগার দাবিতে পেনাল্টির জোর আবেদন জানায় দলটি। ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করে দেন বার্সার দাবি।
তাতেই বেশ ক্রুদ্ধ বার্সেলোনা কোচ। দুটি ন্যায্য সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি বলেই দাবি করেছেন তিনি। তার প্রতিবাদ করে মাঠে হলুদ কার্ডও দেখেছেন এ কোচ। ফলে রেফারির উপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন বার্সেলোনা কোচ, 'এটা আমাকে খুবই বিরক্ত করেছে। আমরা কিছুই বুঝতে পারছি না। বল যদি আনসুর (ফাতি) হাতে লাগে, কিন্তু অন্য কেউ করে এটা গোল হতো, অথচ তারা এটা বাতিল করে দিল।'
সিদ্ধান্ত দুটি কেন নিজেদের বিপক্ষে গেল তার জবাবদিহি রেফারিকে করার আহ্বান জানান বার্সেলোনা কোচ, 'কিছুই বুঝতে পারছি না। বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা অবিচার। রেফারিদের এসব নিয়ে ব্যাখ্যা দিতে হবে।'
ম্যাচ শেষে রেফারির কাছে সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েও পাননি বলেও অভিযোগ করেন জাভি, 'রেফারির এগিয়ে আসতে হবে এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে, কারণ আমি কিছু বুঝতে পারছি না। খেলা শেষে রেফারি আমাকে কোনো ব্যাখ্যা দেননি। রেফারিদের মুখ খুলতে হবে। যে সিদ্ধান্ত আমি নেইনি, সেটা নিয়ে তো কথা বলতে পারি না। আমার চোখে, একদম পরিষ্কার। কিছুই বুঝতে পারছি না।'
তবে নিজেদের সমালোচনাও করেছেন এ কোচ, 'রেফারির সিদ্ধান্তগুলির বাইরে আত্মসমালোচনাও করতে হবে আমাদের। আরও ভালো খেলতে হবে, যদিও অন্তত ড্র আমাদের প্রাপ্য ছিল। তবে এমন নয় যে এটিই মৌসুমে আমাদের সবচেয়ে বাজে ম্যাচ। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, শেষ আধঘণ্টায় বেশ ভালো খেলেছি। ওদেরকে কোণঠাসা করেছি, চেষ্টা করেছি।'
Comments