দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে রিয়ালের তিনে তিন

ছবি: টুইটার

প্রথমার্ধের ২৮ মিনিটের মধ্যে দুবার লক্ষ্যভেদ করল স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির আগে গোল হজম করতে হলো তাদের। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা লুফে নিতে পারল না কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। টানা তিন জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়ার খুব কাছে লস ব্লাঙ্কোরা।

বুধবার রাতে 'এফ' গ্রুপের ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের দুই গোলদাতাই ব্রাজিলের। রদ্রিগো দলকে লিড পাইয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। সফরকারীদের পক্ষে জালের দেখা পান ওলেকসান্দার জুবকভ।

ম্যাচের ৫৯ শতাংশ সময় বল পায়ে রাখা রিয়াল গোলমুখে শট নেয় ৩৬টি। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের ১৪টি শট ছিল লক্ষ্যে। অন্যদিকে, শাখতার ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল তিনটি। তাদের ইউক্রেনিয়ান গোলরক্ষক আনাতোলি ত্রুবিন ১১টি সেভ না করলে হারের ব্যবধান বাড়তে পারত।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। লা লিগার শিরোপাধারীদের ঠিক পরেই অবস্থান শাখতারের। তাদের নামের পাশে রয়েছে ৬ পয়েন্ট। আরেক ম্যাচে সেলটিকের বিপক্ষে নিজেদের মাঠে ২-১ গোলে জেতা আরবি লাইপজিগ আছে তিনে। তাদের অর্জন ৩ পয়েন্ট। সবার নিচে থাকা সেলটিকের পয়েন্ট ১।

Comments

The Daily Star  | English

Attack on police in adabor: Cops now on the edge

Adabor incident has sparked fear among law enforcers, who are now wary of responding to such emergencies.

9h ago