৮৭ হাজার গ্রামে উদ্যোক্তা তৈরির কার্যক্রম 'স্বীকৃতি'

৮৭ হাজার গ্রামে উদ্যোক্তা তৈরির কার্যক্রম 'স্বীকৃতি'
বৃহস্পতিবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে ‌'স্বীকৃতি' নামে ব্যতিক্রমী উদ্যোগটির ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

দেশের ৮৭ হাজার ১৯১টি গ্রামে উদ্যোক্তা তৈরির কার্যক্রম হাতে নিয়েছে ইন্ডিক্যাফে গ্লোবাল টি অ্যান্ড কফি বিডি এবং ঐক্য ফাউন্ডেশন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে 'স্বীকৃতি' নামের ব্যতিক্রমী উদ্যোগটির ঘোষণা দেওয়া হয়। এ সময় 'স্বীকৃতি' কার্যক্রমে এসএমই উদ্যোক্তা হতে হটলাইল নম্বরে (+৮৮০৯৬৭৮৩৬৬৬৬৬) ফোন করে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়।

ইন্ডিক্যাফে গ্লোবাল টি অ্যান্ড কফি বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ বলেন, 'নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এক বছর আগে ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছিলাম। এর অংশ হিসেবে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে উদ্যোক্তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এতে উদ্যোক্তারা একটি ডিজিটাল ইনস্ট্যান্ট কফি মেশিন, ১ হাজার কাপ কফির কাঁচামাল এবং প্রশিক্ষণ পাবেন।'

তিনি আরও বলেন, 'আমরা দেশের ৬৪টি জেলার ৬৪ জন উদ্যোক্তাকে নির্বাচন করে সহজ শর্তে কফি মেশিন দেবো। তারাই হবেন আমাদের জেলা প্রতিনিধি। এছাড়াও উপজেলা পর্যায়ে দু'জন উদ্যোক্তা প্রতিনিধি থাকবেন।'

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইন্ডিক্যাফে গ্লোবালের উদ্যোক্তা আব্দুল আজিজের সফলতা নিয়ে চ্যানেল আইতে প্রচারিত একটি পর্ব সাড়া ফেলে। সেখানে তিনি নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, যে কোনো তরুণ অত্যন্ত স্বল্প পুঁজি নিয়ে কফি তৈরির মেশিন, চা, মালাই চা, মসলা চা, ইনস্ট্যান্ট চা বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, 'দেশের জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ যুব শ্রেণী। এখন পর্যন্ত আমরা ৬৬ লাখ নারী ও পুরুষকে প্রশিক্ষণ দিয়েছি। এদের মধ্যে ২৩ লাখ প্রশিক্ষিত হয়ে আত্মকর্মী হয়েছেন। তারা নিজেরা উদ্যোক্তা হয়ে পণ্য উৎপাদন ও নিজেরাই পণ্য বাজারজাত করছেন। তাদের প্রতিষ্ঠানে গড়ে ৮ থেকে ১০ জন কর্মী কাজ করছেন।'

এ উদ্যোগের সাফল্য কামনা করে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী কারিগরি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গণমাধ্যম, সিএমএসএমই ও শিল্প উন্নয়ন কর্মী অপু মাহফুজ বলেন, 'দেশের ৮৭ হাজার ১৯১টি গ্রামে নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রমের স্বীকৃতি ঘোষণা আমাদের জন্য বড় প্রাপ্তি ও প্রেরণা।'

সংবাদ সম্মেলনে চ্যানেল আই'র সিনিয়র জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) আমীরুল ইসলামসহ ঐক্য ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ ও এ খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান 'উদ্যোক্তা' পরিচালনা করছে ঐক্য। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট www.oikko.com.bd তৈরি করেছে ঐক্য ফাউন্ডেশন।

 

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

2h ago