ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। লিংকনে আজ শুক্রবার অনুশীলনের সময় হাতে আঘাত লাগে তার। ফলে এ সিরিজে আর খেলতে পারবেন না তিনি। সেই সঙ্গে শঙ্কা জেগেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাওয়া নিয়ে।
এদিন নেটে ব্যাটিং করার সময় ডানহাতের কনিষ্ঠায় চোট পান মিচেল। পরে এক্স-রে'তে দেখা যায় চিড় ধরা পড়েছে আঙুলে। সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে নিশ্চিত করেছেন ব্ল্যাক ক্যাপস ফিজিও থিও কাপোকোলাকিস। এদিকে বিশ্বকাপ শুরু হবে ২২ অক্টোবর থেকে। এর আগে সময় রয়েছে ১৫ দিন।
শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারবেন কি-না তা এখনই সিদ্ধান্ত নিচ্ছে না দলটি। আগামী ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে নিউজিল্যান্ড। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কোচ গ্যারি স্টিড, 'দলের ক্রিকেটে উত্তেজনাকর মুহূর্তে এই ইনজুরিতে পড়া ড্যারিলের জন্য সত্যিই দুঃখজনক। আমাদের টি-টোয়েন্টি দলে ড্যারিল গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে দুই সপ্তাহ পর। তার সেরে ওঠার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।'
আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের জয়ে মুখ্য ভূমিকা ছিল মিচেলের। ৭২ রানের হার না মানা এক ইনিংস খেলেন তিনি। তাতেই ইংলিশদের হারায় কিউইরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১৩টি টি-টোয়েন্টি ইনিংসে ১৪৪.৭১ স্ট্রাইক রেটে ৩০১ রান এসেছে তার ব্যাট থেকে।
আগামী শনিবার হ্যাগলি ওভালে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।
Comments