মেসি-রোনালদো নয়, সবচেয়ে বেশি আয় এমবাপের

ছবি: সম্পাদিত

সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকার শীর্ষস্থান দখল নিয়ে ইঁদুর দৌড়ে ছিলেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। দুই মহাতারকার মধ্যে গত আট বছর ধরে চলে আসা লড়াইয়ে এবার পড়ল ছেদ। তাদেরকে টপকে প্রথমবারের মতো চূড়ায় উঠে গেলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস সাময়িকী ২০২২-২৩ মৌসুমে সবচেয়ে বেশি আয় করতে যাওয়া ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সবার উপরে অবস্থান করছেন ২৩ বছর বয়সী এমবাপে। নয় বছরের মধ্যে প্রথমবারের মতো মেসি ও রোনালদোকে কেউ ছাড়িয়ে গেলেন। এমনটা শেষবার দেখা গিয়েছিল ২০১৩ সালে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম সেবার ছিলেন শীর্ষে।

ফোর্বসের হিসাব অনুসারে, এমবাপে আয় করতে যাচ্ছেন ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ ডলার। এক লাফে সবচেয়ে তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। গত বছরের মতো এবারও দুইয়ে আছেন এমবাপের ক্লাব সতীর্থ মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সম্ভাব্য আয় ১২০ মিলিয়ন বা ১২ কোটি ডলার। শীর্ষ থেকে তিনে নেমে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তিনি আয় করতে পারেন ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার।

তালিকার শীর্ষ পাঁচে আছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। চারে থাকা নেইমার আয় করতে যাচ্ছেন ৮৭ মিলিয়ন বা ৮ কোটি ৭০ লাখ ডলার। সালাহ ৫৩ মিলিয়ন বা ৫ কোটি ৩০ লাখ ডলার আয়ের সম্ভাবনা নিয়ে রয়েছেন পাঁচে।

প্রথমবারের মতো তালিকার সেরা দশে ঢুকে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন আর্লিং হলান্ড। অসাধারণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারের সম্ভাব্য আয় ৩৯ মিলিয়ন বা ৩ কোটি ৯০ লাখ ডলার। সেরা দশের পরের চারটি স্থানে আছেন যথাক্রমে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি, রিয়াল মাদ্রিদের বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, ভিসেল কোবের স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও ম্যান সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।

ফোর্বসের হিসাব মতে, তালিকার শীর্ষ ১০ জনের মোট সম্ভাব্য আয় রেকর্ড ৬৫২ মিলিয়ন বা ৬৫ কোটি ২০ লাখ ডলার। এটি গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। ২০২১ সালে তালিকার সেরা দশের মিলিত আয় ছিল ৫৮৫ মিলিয়ন বা ৫৮ কোটি ৫০ লাখ ডলার।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago