‘রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত’

‘রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত’
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন৷ 

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়৷

তিনি বলেন, 'বর্তমানে টেকনোলজি, বিশেষ করে মোবাইলের কারণে আমাদের সন্তানেরা রাত ১২টা, ১টা ও ২টা পর্যন্ত এগুলো নিয়েই থাকে৷ আমাদের সময় আমরা যেভাবে লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নেই৷ লেখাপড়া রেখে আমরা যেভাবে মুঠোফোনে মনোনিবেশ করি, তা জাতির জন্য এলার্মিং (আশঙ্কার বিষয়)৷ আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে৷ সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত৷'

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, 'লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং (আশঙ্কার বিষয়)৷ আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে৷ সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে৷' 

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'গবেষণা না থাকলে ভবিষ্যতে মেধার সংকট দেখা দেবে৷ এমনিতে বর্তমানে টেকনোলজি (প্রযুক্তি), বিশেষ করে মোবাইলের কারণে আমাদের সন্তানেরা এখন রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত এগুলো নিয়েই থাকে৷ আমাদের সময় আমরা যেভাবে লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নেই৷'

মন্ত্রী আরও বলেন, 'নিশ্চয়ই কানেক্টিভিটি (যোগাযোগ) বা টেকনোলজি (প্রযুক্তি) প্রয়োজন৷ কিন্তু সব কিছুরই একটা মাত্রা থাকা দরকার৷ এই সমস্ত যন্ত্রের (মুঠোফোন) মাধ্যমে কীভাবে মিথ্যাচার-অপপ্রচার চলে! এগুলোতে যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে৷'

'পৃথিবীর প্রায় সব দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টটাইম জবের (খণ্ডকালীন চাকরি) সুযোগ অছে৷ এটা আমাদের দেশেও সম্ভব,' বলেন তিনি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান৷ অ্যালামনাইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোল্লা মো. আবু কাওছার৷ আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল, পুলিশের সদ্যসাবেক আইজিপি বেনজীর আহমেদ, অ্যালামনাইয়ের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী, সাবেক মহাসচিব মোহাম্মদ ফরাস উদ্দীনসহ আরও অনেকে৷ 

 

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago