শ্রেয়াসের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারাল ভারত
দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা খুব বড় হতে দেননি বোলাররা। এরপর ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিষান। ইশান নার্ভাস নাইন্টিজের শিকার হলেও শ্রেয়াস তুলে নেন সেঞ্চুরি। তাতে সহজ জয়ই মিলেছে ভারতের। সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।
রোববার রঞ্চিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে শেখর ধাওয়ানের দল।
লক্ষ্য তাড়ায় দলীয় ২৮ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি। অধিনায়ক শিখর ধাওয়ানকে বোল্ড করে সাজঘরে ফেরান ওয়াইন পারনেল। এরপর স্কোরবোর্ডে আর ২০ রান যোগ হতে আরেক ওপেনার শুভমান গিলকে ফেরান কাগিসো রাবাডা।
ভারতকে জয়ের ভিতটা তৃতীয় উইকেটে ইশান কিষানকে সঙ্গে নিয়ে গড়ে দেন শ্রেয়াস। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটার যোগ করেন ১৬১ রান। এরপর ইসান আউট হলে বাকি কাজ সাঞ্জু স্যামসনকে নিয়ে শেষ করেন শ্রেয়াস।
দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস খেলেন শ্রেয়াস। ১১১ বলে ১৫টি চারের সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এ ব্যাটার। ৮৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেন ইশান। ৪টি চার ও ৭টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। অপরাজিত ৩০ রান করেন সাঞ্জু।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই ওপেনার কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর আরেক ওপেনার ইয়ানেমান মালানকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন রিজা হেনড্রিকস। ৩৩ রানের জুটি গড়ে আউট হন মালান।
মালানের বিদায়ের পর হেনড্রিকসের সঙ্গে দলের হাল ধরেন এইডেন মার্করাম। তৃতীয় উইকেটে ১২৯ রান যোগ করেন এ দুই ব্যাটার। হেনড্রিকসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। মিড উইকেটে শাহবাজ আহমেদের হাতে ক্যাচ দেন এ ব্যাটার।
এরপর হেনরিক ক্লাসেনকে নিয়ে আরও একটি গড়েন মার্করাম। চতুর্থ উইকেটে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করে এ দুই ব্যাটার। তবে দলীয় ২১৫ রানে এ দুই সেট ব্যাটার আউট হলে ফের চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ক্লাসেনকে আউট করে জুটি ভাঙেন কুলদিপ যাদব। আর মার্করামকে বিদায় করেন ওয়াসিংটন সুন্দর। এরপর ডেভিড মিলারের ব্যাটে লড়াকু সংগ্রহই পায় সফরকারীরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন মার্করাম। ৮৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৭৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন হেনড্রিকস। ৯টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া মিলার অপরাজিত ৩৫ ও ক্লাসেন ৩০ রান করেন। ভারতের পক্ষে ৩৮ রানের খরচায় ৩টি উইকেট পান মোহাম্মদ সিরাজ।
Comments