'এখনও রোনালদোর গোল গুনতে থাকা কঠিন'

আগে-পিছে, ডানে-বাঁয়ে, যেদিকেই তাকান একা ক্রিস্তিয়ানো রোনালদোকেই দেখতে পাবেন, কারণ এমন কীর্তি গড়তে পারেননি ইতিহাসের আর কোনো ফুটবলারই। ক্লাব ক্যারিয়ারেই ৭০০ গোল! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। খোদ তার সতীর্থদেরই অবিশ্বাস্য লাগছে। তার এতো গোল ও রেকর্ড যেন গুনে রাখাই কঠিন মনে হচ্ছে ব্রুনো ফার্নান্দেজের কাছে।

আগে-পিছে, ডানে-বাঁয়ে, যেদিকেই তাকান একা ক্রিস্তিয়ানো রোনালদোকেই দেখতে পাবেন, কারণ এমন কীর্তি গড়তে পারেননি ইতিহাসের আর কোনো ফুটবলারই। ক্লাব ক্যারিয়ারেই ৭০০ গোল! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। খোদ তার সতীর্থদেরই অবিশ্বাস্য লাগছে। তার এতো গোল ও রেকর্ড যেন গুনে রাখাই কঠিন মনে হচ্ছে ব্রুনো ফার্নান্দেজের কাছে।

গুডিসন পার্কে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলেক্স আইওবির গোলে অবশ্য ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। ১০ মিনিট পর দলকে সমতায় ফেরান আন্তোনি। এরপর জয়সূচক গোলটি করে প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

রোনালদোর এমন কীর্তির পর ফার্নান্দেজ বলেন, 'এখনও রোনালদোর গোল গুনতে থাকা কঠিন কারণ প্রতি সপ্তাহেই যেন একটি নতুন রেকর্ড হয়েছে বলে মনে হয়। আমি সত্যিই খুশি কারণ এই লক্ষ্য অর্জনের জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন। আজ তিনি গোল এবং জয় পেয়েছেন। দল জিতেছে এটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

মাইলফলক থেকে মাত্র দুই গোল পেছনে থেকে এবার মৌসুম শুরু করেছিলেন রোনালদো। কিন্তু নিজের চেনা ছন্দে ছিলেন না এ তারকা। ইউরোপা লিগে একটি গোল মিললেও প্রিমিয়ার লিগে যেন মিলছিল না কিছুতেই। যে কারণে প্রথম একাদশে জায়গাও পাচ্ছিলেন না। তবে আগের দিন গোলের খরা কাটিয়ে অনন্য মাইলফলকই স্পর্শ করলেন এ পর্তুগিজ।

রোনালদোর এমন কীর্তিতে খুশি তার কোচ এরিক টেন হাগও, '৭০০ গোল করতে পারা মানে দারুণ ব্যাপার। অসাধারণ পারফরম্যান্স এটি। ওর জন্য আমি খুবই খুশি, অভিনন্দনও জানিয়েছি। এই গোলের জন্য ওকে বেশ অপেক্ষা করতে হয়েছে। তবে আমি নিশ্চিত, আরও গোল আসবে ওর।'

মুগ্ধ প্রতিপক্ষ কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও, 'এই খেলার সর্বকালের সেরাদের একজন সে। এই বয়সেও শারীরিকভাবে এতটা ফিট থাকা ও গোল করে যাওয়া, অস্বাভাবিক সংখ্যাগুলোকে বাস্তব রূপ দেওয়া, এসব আসলে অবিশ্বাস্য। যখন দেখেছিলাম যে তার গোলসংখ্যা ৬৯৯, চেয়েছিলাম যে সপ্তাহের মাঝামাঝি ইউরোপা লিগের ম্যাচে সে ৭০০তম গোলটি করে ফেলে। তবে ফুটবলে এরকম কিছু হয়ই।'

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago