অনেক ইতিবাচক দিক দেখা শ্রীরামের বিশেষ এক অনুরোধ

এশিয়া কাপ থেকে খালি হাতে ফেরার পর দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই জয়। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে গিয়ে আবার সেই হারের চক্র। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে কোন লড়াই জমাতে পারেনি বাংলাদেশ।
Sridharan Sriram

একের পর এক হার, খেলার ধরণ নিয়েও আছে বিস্তর প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আশাবাদীর সংখ্যা খুব সীমিত। কিন্তু টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের কথা শুনলে মনে হবে দলে নেই কোন সমস্যা। ব্যাটিং থেকে বোলিং সব জায়গায় ইতিবাচক দিক দেখছেন তিনি। ভক্ত থেকে গণমাধ্যমকে সবার প্রতি দল নিয়ে ধৈর্য ধরার বিশেষ অনুরোধও করেছেন তিনি।

এশিয়া কাপ থেকে খালি হাতে ফেরার পর দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই জয়। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে গিয়ে আবার সেই হারের চক্র। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে কোন লড়াই জমাতে পারেনি বাংলাদেশ।

ওপেনিং পজিশনে ব্যখ্যাহীন পরীক্ষা নিরীক্ষা আছে চলমান, ব্যাটারদের খেলার ধরণ নিয়ে পুরনো প্রশ্ন এখনো বেশ চড়া। ইন্টেন্ট ও ইমপ্যাক্টের কথা বললেও তার কোন নজির দেখা যায়নি খেলায়। বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবেন সাকিব আল হাসানরা।

তার আগে বিসিবির পাঠানো ভিডিওতে শ্রীরাম জানান তাদের চোখে ধরা দিচ্ছে অনেক ইতিবাচক দিক, মিলছে উন্নতির দেখা  'প্রতিদিন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই। প্রত্যেককে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। তাদের শেখা হচ্ছে, অনেক উন্নতি দেখছি। আমাদের মিডল অর্ডার উন্নতির অনেক ছাপ দেখিয়েছে। রাব্বি একদিন ফিনিশ করেছে, হারিস রউফ ভাল খেলেছে। নুরুল সেদিন শেষ করেছে ট্রেন্ট বোল্টের বিপক্ষে এটা ইতিবাচক। হারিস, বোল্ট এরা অন্যতম সেরা।'

'তাসকিন যেভাবে বল করেছে প্রথম ম্যাচে, শরিফুল এসে যেমন বল করল। ফিন অ্যালেনকে আটকে রাখল। হাসান চোট থেকে এসে ভাল করল। অনেক ইতিবাচক দিক আছে। ফিজ কিছু ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবে ফিরে আসবে। সাইফ সুযোগ পাবে। শান্ত এসে বোল্ট-সাউদির বিপক্ষে যেভাবে খেলল অবশ্যই ইতিবাচক অনেক কিছু।'

গত দেড় বছরে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সবচেয়ে সফল লিটন দাস। কিন্তু সেই লিটনকে সরিয়ে দেওয়া হয়েছে ওপেনিং থেকে। একই ছবি পরের ম্যাচেও দেখা যাবে বলে আভাস তার,  'মিডল অর্ডারে সাকিব এসেছে। আফিফ ও লিটন আছে। তারা খেলতে পারলে আমার মনে হয় বেশ ভালো ব্যাটিং লাইনআপ হবে।'

শ্রীরাম জানান দলের পরিবেশ আছে বেশ শান্ত। অধিনায়ক সাকিব দলকে চাঙ্গা করতে রাখছেন ভূমিকা। ভারতীয় এই কোচ দেশের মানুষ ও গণমাধ্যমকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন,  'আমি সব ভক্ত, গণমাধ্যমকে অনুরোধ করব আমাদের সমর্থন করেন যান। এটা দেশের ব্যাপার। আমি নিশ্চিত করছি দেশের গৌরব আনতে ছেলেরা তাদের সেরাটা দিচ্ছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। আমাদের কোর দল আছে। আমরা ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলে বাংলাদেশকে গর্বিত করব।'

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago