ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
গত ২৫ সেপ্টেম্বর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ইডেন কলেজ ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের ৭ জনকে আগামী ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে ওই ৭ জনকে ৬ সপ্তাহের মধ্যে গ্রেপ্তার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন- রুপা দত্ত, শেখ সানজিদা, মারিয়া, শারমিন আক্তার, মনিকা তালুকদার, মায়েদা বেগম মায়া ও তানজিলা আক্তার।
আজ বুধবার এ মামলায় আসামিদের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মেজবা উদ্দিন শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।
মেজবা উদ্দিন শরীফ ডেইলি স্টারকে জানান, গত ২৮ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিতু আক্তার বাদী হয়ে এই ৭ জনসহ বিদ্রোহী গ্রুপের ১৯ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেন।
Comments