বাংলাদেশ-সৌদি বাণিজ্য বৃদ্ধির আহ্বান সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) । ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ ও সৌদির মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাণিজ্য সক্ষমতার বিষয়ে আন্তর্জাতিক প্রচার-প্রসারে গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি।

রিয়াদে আজ তার কার্যালয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

মহামারি কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে সৌদি বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান।

এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি ২ দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী ২০১৯ সালে তার বাংলাদেশ সফরের উল্লেখ করে বলেন, তার সঙ্গে  বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার আশা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ২ দেশের মধ্যে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তিনি এ মাসের শেষে ২ দেশের মধ্যে অনুষ্ঠেয় ১৪তম যৌথ কমিশন সভার বিষয়েও তাকে অবহিত করেন।

২ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দ্বি-পাক্ষিক কার্যকর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পারস্পারিক সহায়তার আশ্বাস ব্যক্ত করে বৈঠক শেষ হয়।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে  দূতাবাস থেকে মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

2h ago