ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন।
অ্যাম্বুলেন্সে করে দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: স্টার

রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন।

আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং সেকশনের পাশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যায়। দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. লোকমান জানান, দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ ৭ সদস্যের কমিটি গঠন করেছে উল্লেখ করে এমডি আরও বলেন, 'ইস্টার্ন রিফাইনারির জিএম (অপারেশন্স) রায়হান আহমেদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।'

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনাস্থল থেকে বলেন, 'জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যেমে ফায়ার কন্ট্রোল রুমে তথ্য আসে ইস্টার্ন রিফাইনারিতে একটি অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্টেশন থেকে ৪টি ইউনিটেরর ৮টি গাড়ি নিয়ে রওনা হই। দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে নৌবাহিনীর ইউনিট ছিল এবং ইস্টার্ন রিফাইনারিরও কয়েকটি ইউনিট ছিল। দুপুর পৌনে ১টায় আগুন সম্পূর্ণ নিভে যায়।'

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

7m ago