বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ : এল ক্লাসিকোর সম্ভাব্য একাদশ

মৌসুমে এখন পর্যন্ত লড়াইটা সমানে সমান। পয়েন্ট টেবিলেও আছে সমান অবস্থানে। আট ম্যাচ শেষে সমান ২২ পয়েন্ট দুই দলেরই। তাই এবারের এল ক্লাসিকো একটু বেশিই গুরুত্বপূর্ণ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দলের জন্য। এককভাবে শীর্ষস্থান নিশ্চিত করতে চায় তারা। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে চোট সমস্যায় ভুগছে দুই দলই।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দিবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় রোববার মুখোমুখি হচ্ছে দলদুটি। 

পয়েন্ট সমান হলেও ক্লাসিকো ম্যাচের আগে কিছুটা ব্যাকফুটে রয়েছে কাতালানরা। কারণ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে প্রায় ছিটকে যাওয়ায় আত্মবিশ্বাস অনেকটাই তলানিতে অবস্থান করছে তাদের। অন্যদিকে এরমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে ফুরফুরে মেজাজে রয়েছে রিয়াল।

তার উপর বার্সেলোনার বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন ইনজুরিতে। বিশেষকরে রক্ষণভাগে আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, হেক্তর বেলেরিন, মেমফিস ডিপাই, রোনালদ আরাহোর মতো খেলোয়াড়রা আছেন মাঠের বাইরে। জুলস কুন্দে সদ্য ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। ফিরতে পারেন ক্লাসিকোতে। অন্যদিকে ইনজুরি সমস্যা রয়েছে রিয়ালেও। দলের প্রধান গোলরক্ষক থিবো কোর্তুয়াকে পাচ্ছে না দলটি। গোলবারে দেখা যাবে আন্দ্রে লুনিনকে।

সবশেষ এল ক্লাসিকোতে গত মৌসুমে এই বার্নাব্যুতেই স্বাগতিকদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। তখন বেশ চাপেই ছিল বার্সেলোনা। রীতিমতো ভাঙাচোরা একটি দল নিয়ে রিয়ালকে গুঁড়িয়ে দেয় দলটি। প্রতিপক্ষ রিয়াল হলেই যেন তেতে ওঠে কাতালানরা। তাই সাম্প্রতিক সময়ের পরিস্থিতি পক্ষে না থাকলেও মাতের লড়াইটা হাড্ডাহাড্ডিই হবে বলেই প্রত্যাশা।

বার্সেলোনার সম্ভাব্য একাদশ: মার্ক-আন্ড্রে টের স্টেগেন, জুলস কুন্দে, জেরার্দ পিকে, এরিক গার্সিয়া, মার্কোস আলনসো, সের্জিও বুসকেতস, গাভি, পেদ্রি, রাফিনহা, দেম্বেলে ও রবার্ট লেভানদোভস্কি।

রিয়াল মাদ্রিদ সম্ভাব্য একাদশ: আন্দ্রে লুনিন, দানি কার্বাহাল, এদের মিলিতাও, ডেভিড আলাবা, ফেরলান্দ মেন্দি, চুয়ামিনি, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ফেদে ভালভার্দে, ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা।

Comments

The Daily Star  | English

Election date to be disclosed two months before schedule: CEC

EC is preparing to hold the next national election within a short timeframe, he says

1h ago