বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ব্রাজিলের রিচার্লিসন

বিশ্বকাপ শুরুর আর মাস খানেক বাকি। কিন্তু এর আগে বড় দুশ্চিন্তা ভর করেছে ব্রাজিলিয়ান শিবিরে। আর্থুর মেলোর পর রিচার্লিসনও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় শঙ্কায় রয়েছেন। আগের দিন ইংলিশ লিগে টটেনহ্যামের হয়ে এভারটনের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর আর মাস খানেক বাকি। কিন্তু এর আগে বড় দুশ্চিন্তা ভর করেছে ব্রাজিলিয়ান শিবিরে। আর্থুর মেলোর পর রিচার্লিসনও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বড় শঙ্কায় রয়েছেন। আগের দিন ইংলিশ লিগে টটেনহ্যামের হয়ে এভারটনের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন তিনি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। জয় পেলেও রিচার্লিসনের ইনজুরি ভাবাচ্ছে ক্লাবটিকে। বিশ্বকাপের একমাস আগে এমন ইনজুরি স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় ফেলেছে ব্রাজিলিয়ান কোচ তিতেকেও।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট না যেতেই পায়ের পেশীতে টান অনুভব করেন রিচার্লিসন। দুই মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন এ ব্রাজিলিয়ান। নামার সময় তার ছলছল চোখই বুঝিয়ে দেয় চোট সামান্য নয়। আর স্টেডিয়াম ছেড়েছেন ক্রাচে ভর করে।

বিশ্বকাপ খেলতে পারবেন কি-না জানতে চাইলে ইএসপিএনকে রিচার্লিসন বলেন, 'এটা বলা কঠিন, এটা আমার স্বপ্নের কাছাকাছি। এর আগেও আমি একই ধরনের আঘাত পেয়েছি। যার ফলে দুই মাস মাঠের বাহিরে ছিলাম। আগামীকাল (রোববার) পরীক্ষা করব। কিন্তু এখন হাঁটতেও ব্যথা হচ্ছে। তারপরও আমাকে কাতার যাওয়ার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে।'

এর আগে এভারটনে থাকাকালীন সময়েও এমন ইনজুরিতে পড়ে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল রিচার্লিসনকে। তবে বিশ্বকাপের ঠিক সামনে এসে ইনজুরিটা যেন গুরুতর যেন না হয় এমন আশাই করছেন ভক্তরা।

ইনজুরি গুরুতর হবে না এমন প্রত্যাশা করছেন টটেনহ্যাম কোচ আন্তনিও কন্তেও, 'আমরা জানি না, আশা করি এটা ততটা গুরুতর নয় তার এই কাফের সমস্যা। কাল সমস্যা বুঝতে আমরা এমআরআই করবো, আশা করি খুব বড় কিছু নয়।'

গত জুলাইয়ে ৬০ মিলিয়ন পাউন্ডে এভারটন থেকে টটেনহ্যামে যোগ দেওয়ার পর ১৩ ম্যাচে করেছেন ২টি গোল। তবে জাতীয় দলে দুর্দান্ত এ ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে ৩৮ ম্যাচে করেছেন ১৭ গোল। কোচ তিতের অন্যতম ভরসা এই ফরোয়ার্ড।

নভেম্বরের শুরুতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দলটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago