নবিকে সরিয়ে ফের শীর্ষে সাকিব

shakib al hasan & mohammad nobi

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে ফের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি।

বুধবার প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে, নবিকে টপকে যান সাকিব। ২৬৬ রেটিং পয়েন্ট থাকায় সাকিবের অবস্থান এখন বেশ শক্ত। আফগান অধিনায়ক নবির রেটিং পয়েন্ট ২৪৬।

আগের সপ্তাহে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ২৪৪। চলতি মাসে  নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে ফিফটি করেন সাকিব। মূলত এই দুই ফিফটিই তাকে ফিরিয়ে আনে শীর্ষে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই সেরা অবস্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান শক্ত করেছেন তারা। ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার মুখোমুখি দেখা হবে তাদের।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৮০৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনে। সেরা দশে এসেছে একটি বদল। নিউজিল্যান্ডের আগ্রাসী ব্যাটার গ্লেন ফিলিপস ১৩ ধাপ এগিয়ে ঢুকেছেন ১০ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আফগান মুজিব উর রহমান পাঁচে। কেশব মহারাজ এক ধাপ এগিয়ে আছেন আটে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তার পেছনে আছেন আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার  ভানিন্দু হাসারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago