পাবনায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনার সাথিয়ায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভিটাপাড়া এলাকায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের ফরমান আলী (৩০) ও তার শ্যালিকা মাহবুবা ইয়াসমীন (২০)। তারা  ২ জনেই গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, নিহতরা শনিবার সকাল ৭টার দিকে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে গাজীপুরের উদ্দেশে রওনা দেন। মহাসড়কের ভিটাপাড়া এলাকায় পৌঁছালে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাসটি এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলেও জানান সিদ্দিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago